পাতা:অক্ষয়কুমার বড়াল গ্রন্থাবলী.djvu/৩২৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

૨૨ অক্ষয়কুমার বড়াল-গ্রন্থাবলী কি গড়িব অণর? আমি শুষ্ক ছিন্ন সূত্র—দেব-মালিকার। কোথা হ’তে কি যে এলো, গেল— গেল, সব গেলো— রূপ রস গন্ধ স্পর্শ–সর্ব্বস্ব আমার! গেছে—যাক, যাক— বলিতে পারি না আর শোক-গর্ব্ব-বাক। হৃদয় পুড়িয়া ছাই, নাই, আর কিছু নাই। ধুলায় মিশিয়া যাই, হ’ পায়ে দলিয়া যাক শত ছবিবপাক। মৃত্যু —প্রতি- দিবস ঘটনা; তাহে কেন এত শোক? সবাই মরিবে, সবারি মরেছে, চির-জীবী কোন লোক? পিত ভাবে,—কবে অবসর ল’বে, পুত্র তার হ’লে কৃতী; কর্ম্মক্ষেত্রে ঘুরে আজে বৃদ্ধ পিত। ল’য়ে শোক-দীর্ঘ স্মৃতি। স্থবির জননী, একই বাছনী, পুজা না হইতে শেষ,— পথে পথে ওই ছুটে পুত্র-হার, আলু-থালু রুক্ষ কেশ।