পাতা:অক্ষয়কুমার বড়াল গ্রন্থাবলী.djvu/৩২৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

এষ। ৪ অশৌচ 는 দিছু পদে কত অর্থ্য-ভার, সারা নিশা পড়ি’ দ্বারে ডাকিলাম হাহাকারে, বুঝিলে না যন্ত্রণ আমার। শক্র হ’লে—আমি প্রাণী—লই তবু বুকে টানি’, নাহি হানি বঞ্জ বুকে তার। দেব-দয়। নাহি চাহি আর! ইচ্ছ। হয়,—দৈত্য সম ল’য়ে নিজ তম: ভ্রম মৃত্যুরে আক্রমি একবার— গ্রহ-উপগ্রহ টানি প্রিয়ারে ফিরায়ে অগনি। দেখি, মৃত্যু কি করে আমার। ত্যজ গৃহ, যাও নিজ স্থান। আর আমি পুজিব না, হৃদয়ে যে পারিব না তোম৷ মত হইতে পাষাণ। গেছে স্থখ, গেছে প্রীতি, আছে বুকভর। স্মৃতি, যাবে দিন করি’ তার ধ্যান। & হে পুত তুলসী, বিষ্ণুর প্রেয়সী বিবণ তোমার দল; প্রভাতে আসিয়t প্রণাম করিয়া, কে বা মূলে ঢালে জল। সন্ধ্যায় আসিয়া, গলে বস্ত্র দিয়৷ কে বা তলে দীপ জালে। নীরস মঞ্জরী পড়ে ঝরি’ ঝরি’, লুত-তম্ভ ডালে ডালে।