পাতা:অক্ষয়কুমার বড়াল গ্রন্থাবলী.djvu/৩৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
প্রদীপঃ কবি ও নায়িকা

ক্ষুদ্র মণি-কণিকায়
খনির মহিমা ভায়;
ক্ষুদ্র মুকুতার গায় সাগর-মাধুরী;
পল-অনুপল 'পরে
মহাকাল ক্রীড়া করে;
অণু- পরমাণু-স্তরে ব্রক্ষ্মার চাতুরী।

হৃদয়টা ভেঙ্গে টুটে'
এক বিন্দু অশ্রু ফুটে;
ক্ষুদ্র এক নাভি-শ্বাসে সারা প্রাণ ভরা;
 ক্ষুদ্র-কুশ-কাশ-মূলে
অতল-অনল দুলে;
ক্ষুদ্র নীহারিকা-কোলে শত শত ধরা।

 তপন—বিশ্বের রাগ,
 বুকে কলঙ্কের দাগ;
 সদা নিষ্কলঙ্ক-রূপা চকিতা হলাদিনী;
 নর-কণ্ঠে বিষ ঝরে,
 অমৃত শিশুর স্বরে;
 নিটোল শিশির-কণা, বন্ধুরা মেদিনী।

কবি ও নায়িকা

তুমি আমি কত ভিন্ন, কতই অন্তরে।
তুমি— সৌন্দর্য্যের স্ফূর্ত্তি, কল্পনা-বাহিনী,
ছায়াময়ী, মায়াময়ী, স্বপন-মোহিনী,
স্বরগের প্রতিরূপা কবিতা-অক্ষরে!
আমি—নিরাশার মূর্ত্তি, মরণ-দোসর,
দুরদৃষ্ট সনে বাঁধা সহস্র বন্ধনে;
অনুদিন—অনুক্ষণ আপন ক্রন্দনে
হেরি' আপনার সত্তা, সন্তপ্ত কাতর।