পাতা:অক্ষয়কুমার বড়াল গ্রন্থাবলী.djvu/৩৩১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

এষা: অশৌচ হুহু করে প্রাণ, এ গৃহ শ্মশান; বৈকুণ্ঠ-শ্মশান-মাঝ। চিতাভস্মে তার উড়িছে আমার সুখ-স্বপ্ন-আশা আজ। চল, হে তুলসী, ভস্মে তার বসি’, স্মরি’ তারে, স্মরি’—স্মরি’— আলোক মরুকু, আঁধার ঝরুকু, আমরা নিঃশব্দে মরি। N·y দ্বিপ্রহর; বর্ষানিশ; অন্ধকার দশ দিশ, তুর্গ-দ্বারে এক সান্ত্রী মত, জীবনে জাগিয়া অবিরত। প্রতি পলে, প্রতি শ্বাসে জীবন গুটীয়ে আসে— বুঝিতেছি অতি পরিষ্কার। উঠি, বসি, চলি বার বার। নিশ। না পোহাতে চায়, জীবন না ছুটী পায়। দূরে—বাজে রাজার তোরণে তৃতীয় প্রহর, কত ক্ষণে। একে একে, গণি’ গণি’— মিলাল ঘটিক"-ধ্বনি, স্থলে’ স্থলে’ সমীরে, তিমিরে, নদীপারে, অরণ্যের শিরে। ఫిని “