পাতা:অক্ষয়কুমার বড়াল গ্রন্থাবলী.djvu/৩৪৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8Φω অক্ষয়কুমার বড়াল-গ্রন্থাবলী হয় ত একটা শ্বাস,—নহে দীর্ঘ স্পষ্ট, ছিলে তুমি শুনি’; বলেছিন্থ,—“বড় কষ্ট –কি এমন কষ্ট *ি কথা গুণি গুণি ৷ নহি শিশু, নহি নারী,—ছুটি দিশি দিশি করিয়া ক্রন্দন; নহি নির্বিবকার-চিত্ত, জ্ঞানী, ভক্ত, ঋষি— বিমুক্ত-বন্ধন। এ ছঃখ বরেণ্য ভুমা—জীবনের সাথী, মরণ-সম্বল, অসহ্য, অপরিহার্য্য,—বক্ষে দিবারাতি জলে যজ্ঞানল। ইষ্টমন্ত্র কেহ যথা করে না প্রকাশ— গুপ্ত অতিশয়, নাহি রয় পবিত্রত দৃঢ়ত বিশ্বাস, সিদ্ধি নাহি হয়; থরণী অস্তরে থরে প্রচও অনল, বক্ষে শম্পভার ১ প্রকৃতির ধীর শ্বাস স্ববাস-চঞ্চল, প্রাণে হাহাকার; আকাশের ছায়। যথা সমুদ্র-হিয়ায়। রহে সদা পড়ি’— তেমনি তাহার স্মৃতি বিবিধ মায়ায় মনঃপ্রাণ ভরি’।