পাতা:অক্ষয়কুমার বড়াল গ্রন্থাবলী.djvu/৩৬৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

उपक्रग्नकूभांब्र बङ्गांज-4बन्हांवली जभैौद्म श्रथैौब्र कडू, कछू शौब्र-श्वांन? সরোবে আক্রোশে উর্ম্মি আক্রমিছে বেলা। বিগত—বিশ্বাস ভ্রম সুখ দুঃখ ত্রাস; জীবনে মরণে আজ সম অবহেলা। জমিছে পশ্চিমে তমঃ কুগুলি –কুগুলি’, কঁাপিতেছে পুর্ব্বাকাশ—অপূর্ব্ব স্বষম॥ বাজিছে মঙ্গল-শঙ্খ; উচ্ছলি উজ্জলি’ উদ্ভাসি’ বিচিত্র মেঘ, উদিছে চন্দ্রমা। কল-কল, ছল-ছল, মত্ত অট্টহাস, উদ্বেল উদাম সিন্ধু পড়ে আছাড়িয়া। কত আশা—কত ভাষা—কত অভিলাষ আলোড়িয়া মর্ম্মস্তল উঠে ঘর্ঘরিয়া। কি নীলিমা—কি অসীমা—ভঙ্গিম৷ হৃদয়ে। মহিমায়—গরিমায় ভীষণ মহান। বিমূঢ়—আনন্দে ভয়ে, সৌন্দর্ঘ্যে বিস্ময়ে— কি তুচ্ছ মানব-দুঃখ গর্ব্ব-অভিমান। তরঙ্গে তরঙ্গে ছন্দ—শব্দ-আবর্তন, নাহি মাত্রা, নাহি যতি, অতৃপ্তি-বিহবল ৷ অনন্ত তুরস্ত বক্ষে অব্যক্ত ক্রন্দন— ছন্দোহীন শব্দহীন ম্পন্দন কেবল। দূর গিরি—মেঘ সম মেঘে গেছে মিশি’; বায়ুর হিল্লোল মিশে সাগর-কল্লোলে। চন্দ্রালোকে সুপ্ত ধরা, স্তন্ধ দশ দিশি; এক সিন্ধু—ক্ষুব্ধ দৈত্য, গঙ্গে দৃপ্ত রোলে।