পাতা:অক্ষয়কুমার বড়াল গ্রন্থাবলী.djvu/৩৮০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অক্ষয়কুমার বড়াল-গ্রন্থাবলী है, J जडी, تة মরণে ভাবি মা অগর ভয়ঙ্কর অতি। তুমি যাহে দেছ পদ– সে যে ফুল্ল কোকনদ। - সে নহে শ্মশান-চুল্লী—ভীষণ-মুরতি। মৃত্যু যদি নাহি হয় প্রেম হ’তে মধুময়, দিবেন কস্তারে মৃত্যু কেন বিশ্বপতি? তুমি চোখে মুখে হেসে, উড়ায়ে আঁচলে কেশে, চলে গেলে নিজ দেশে অতি হৃষ্ট-মতি। মানিলে না কোন মানা, আমি কেন ভাবি নানা? - চায় না দেখিতে বাপে কোন স্নেহবতী? কোন দিকে, কোন পথে— চড়িয়া পুষ্পক-রথে কখন চলিয়া গেলে তুমি ক্রত-গতি। চিতাধুম-অন্ধকারে, বিষম শোকাঙ্ক-ভারে, তখন দেখি নি চেয়ে—ছিন্ন ছন্ন-মতি। च्षांछ-८लथि, মুছি অশ্রুভারে, তোমারে বরিয়া দ্বারে ল’য়ে যান আগুসারে দেবী অরুন্ধতী। দেববাল বেছে বেছে, চরণে বিছায়ে দেছে, মল্লিকা যুথিকা বেল। শেফালি মালতী।