পাতা:অক্ষয়কুমার বড়াল গ্রন্থাবলী.djvu/৩৮৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

এষা: সাখম৷ لاسنا এই যে পশুর সম সভত অস্থির প্রকৃতি-তাড়নে; এ মোহ-কলঙ্ক-লিখা— তোমারি কি হোম-শিখ, দাহিয়া নীচতা দৈন্ত উঠিছে গগনে? এই দৰ্প, অহঙ্কার, কু-চক্র, কু-আশা— এ কি আরাধন? এই কাম, এই ক্রোধ দিতেছে কি আত্মবোধ? লোভে ক্ষোভে হতেছে কি তোমার ধারণা? জগৎ-ভিতর দিয়া জগতের জীব বুঝে কি তোমায়? এই পড়ে, এই উঠে, এই হাহাকারে ছুটে— পাপে অনুতাপে লভে দেব-মহিমায়? প্রবীণ জনক যথা শিশু-ক্রীড়। হেরি’ হাসিয়া আকুল— অমনি কি দেহ-শেষে আমিও উঠিব হেসে, স্মরি’ নর-জনমের সুখ-দুখ-ভুল? জগতের পাপ-তাপ জগতেই শেষ— কহ, দয়াময়। উঠিয়া পর্ব্বত-চুড়ে, হেরি’ ধরাতল দূরে— পথের ত ফুখ-ক্লেশ-ভ্রম মনে হয়। & আর কেন বাধি তোরে—শিকল দিলাম খুলি; কত বর্ষ অনভ্যাসে উড়িতে গিয়াছে ভুলি’। ঝাপটি পড়িল ভূমে, ভয়ে কাপে পাখা হুট; পুত্র-কন্ত দেয় তাড়–করে ঘরে ছুটাছুটি। ??