পাতা:অক্ষয়কুমার বড়াল গ্রন্থাবলী.djvu/৪০৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পান্থ [ ওমারের অনুকরণ ] > আর ঘুমায়ে না, পাস্থ, মেলহ নয়ন। প্রাচী-প্রাস্তে ফুটে—ফুটে প্রভাত-কিরণ। এলোকেশী নিশীথিনী পলায় তরাসে অঞ্চলে কুড়ায়ে তার ছড়ান রতন। SR কবর্বরিত নীলাকাশ–প্রশাস্ত সুন্দর; মৃত্যুমন্দ গন্ধবহু স্ববাস-মস্থর। দেখ–দেখ আঁখি মেলি, আলোক-পুলকে ঝলসিছে ধবলার সুবর্ণশিখর। WS) কি শুভ কাকলিরব ওঠে চারিধারে পরিপূর্ণ তপোবন প্রণবে ওঙ্কারে। চকিত চরণধবনি কত দেবতার ইতস্ততঃ তরুতলে—ঘন অন্ধকারে। 8 সাহসে করিয় ভর, উঠ, ভীরু তুমি। ধরা নয় দৈত্যাবাস—দেবপ্রিয়ভূমি। হয় তো পাষাণ-দৃঢ় আবরণ তার, সরস করে নি হৃদি এত নদী চুমি’? & কি জবাকুসুম-হ্যতি গগনে উছলে। জগত উঠিল জাগি কলকোলাহলে। बिबेि४-s