পাতা:অক্ষয়কুমার বড়াল গ্রন্থাবলী.djvu/৪১৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ہاس+fafts বিবিধ; গাথা »ጫ Գ:) হে আত্মা, এ ভগ্ন-দেহে কি ভুঞ্জিবে আর? এখনো কি আছে আশা—সময় তোমার। ষে ফুল শুকায়ে গেছে, সে কি পুনঃ ফুটে— জগতে বসন্তু যদি আসে শতবার। Երe সম্মুখে দাড়ায়ে চির-অন্ধ বিভাবরী— কি ফল বিলম্বে আর,—উঠি ত্বর করি সহায় সম্বল নাই, গেছি পথ ভুলে, যেতে হবে বহুদূর,—দীর্ঘ পথ পড়ি’! ( 'সাহিত্য, জ্যৈষ্ঠ ১৩২১) গাথা সতী “তুমি নাথ, তুমি নাথ ” হয় না প্রত্যয়। জরিতে ধরিল বুকে যদি স্বপ্ন হয়। স্বপ্ন নয়, সত্য সেই আপনি দেবতা। বহিয়া এনেছে মৃত্যু-মঙ্গল-বারতা। নয়নে সে চিরস্বর্গ, চতুর্ব্বৰ্গ-ফল, সেই সিন্ধু-বিধুনিত স্নিগ্ধ বক্ষঃস্থল। “হে দেবতা।” রুদ্ধ কণ্ঠ ক্ষুরে না বচন, বিস্ময়ে আনন্দে ভয়ে প্রাণে মহারণ। यदिब्रल व्यङअंग्छल-थब्रां यांच्छाभग्न, সবলে ধরিছে বুকে—অকুলে আশ্রয়! সুদীর্ঘ জীবন যাপি সমুদ্র-উপরি স্থলে যথা জলজম কূলে অবতরি।