পাতা:অক্ষয়কুমার বড়াল গ্রন্থাবলী.djvu/৪৬১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

विन्त्रए-झनुकोरङ > কেদার,—কাওয়ালি। মিছে কেন কাদি আর হলাহল তুলিয়ে। স্থখ গেছে, সাধ গেছে, যাক হুখ চলিয়ে। প্রেমে অণশ নাহি আর, যাতন ব্যবস তাৱ। মিছে ভেবে ভালবাসা, মরি স্বধু জ্বলিয়ে। ૨ खप्नसक्ञ्चछि,-खबारक्ल। সুরে যা, দূরে যা তোর, কিছু নাহি বুঝিবার। কণর মুখ-পানে চাব, চাহিতে পারি নে আর। যে ছিল প্রাণের অণশ1, সেই হ’লে প্রাণ-নাশ। মিছে পর-ভালবাসা, কেবল পিপাসা সার। vE) খাম্বাজ,—মধ্যমান। এই কি ঘটিল শেষে, কপাল-ফলে? অমিয়া দাড়াল বিষে, পিরীতি-ছলে। সে কথা কি মন-রণখt? সে হাসি কি মন-ডাক? অভিমানে কত চাপি নয়ন-জলে। $3 বিী-বিটে-খাম্বাজ,—কাওয়ালি। কারে কই, কি বাতন সই, মরমে। ফেটে যেন যায় বুক, কোথায় লুকাই মুখ। গুমরি গুমরি মরি লরমে।