পাতা:অক্ষয়কুমার বড়াল গ্রন্থাবলী.djvu/৪৬২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অক্ষয়কুমার বড়াল-গ্রন্থাবলী ভাবি, হেন ८कन बाइ बांछि कि श्ब्रॉन्त्र, জীবনের এ পাতাটা উবে যাতে যায়। ভুলে হোক যাতে হোক, আমারে বুঝায়, ভেবেছিন্তু পর-কথা, নিজ কথা ভরমে। (t খট,—একতাল॥ यडन यांप्ङञl झट्य, पञां८१ों ८क छपॅनिङ बल? কথা শেষে ব্যথা হবে, হাসি হবে আঁখিজল। স্বখ হবে দূর স্মৃতি, দুখ হবে প্রাণ-গীতি, আশা হবে মৃগ-তৃষা, মরণ হবে মঙ্গল, আগে কে জানিত বল? وا\ প্রেম যদি হয়েছে ভূলে, বুঝেও কেন যায় না ভোলা? পরের পানে চেয়ে চেয়ে, চোখ গেছে হইয়ে খোলা। পরের গান গেয়ে, গেয়ে প্রাণ গেছে আঁধারে ছেয়ে, বুঝেমুঝেও তবু কেন পরের বঁাধন যায় না খোলা?

আলাইয়া,—আড়া | কি ঔষধে মন বাধে, বল রে শপথ তোর। মুছে যায় স্মৃতি-ক্ষত, ঘুচে যায় আশা ঘোর। অপমান, অবহেলা, যন্ত্রণা, কল্পনা-খেলা, অঙ্কজল, দীর্ঘশ্বাস, কি কুহকে হয় ভোর?