পাতা:অক্ষয়কুমার বড়াল গ্রন্থাবলী.djvu/৪৬৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

अकब्रकूभांब्र वक्लांण-4शांबजौ এখনো কি জুড়ে হিয়ে রোষের প্রলেপ দিয়ে? শুনিবে উদাস হ’য়ে কবে তবে হায়। مy সিন্ধু-কাফি,—কাওয়ালি। কি দোষ ক’রেছি, হায়, ভালবাসিয়ে তাহায়। সকলে চাহিয়া যায়, আমিই চাহিলে তায়— কেন হয় মুখ রাঙা, গুণ্ঠনে লুকায়? সবারে যে চোখে দেখে, যেন—যেন দূরে থেকে, আমারে কেন সে-চোখে দেখিতে ন চায় 5) ষোগিয়া-বিভাব,—আড়া। সে দিন যেত কেমনে? ভাল আর পড়ে না মনে। গেছে যেন কত মাস, পড়িয়াছি উপন্যাস, এর এটি ওর সেটি, আসে না স্মরণে। ছাড়া-ছাড়া স্বপ্ন মত, আছে কথা গোটাকত; এ ল’য়ে যে দিন যেত,—বিস্মিত আপনে।