পাতা:অক্ষয়কুমার বড়াল গ্রন্থাবলী.djvu/৪৮৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দেখিলে না কথা ফুরে। জগত ভাসিয়া যায় কম্পিত নয়নে। কি ব্যথা বলিব খুলে, সকলি যে যাই ভুলে, যেন গে৷ কণহারে কিছু ঘটে নি জীবনে। Sచి বেহাগ—ঠংরি। প্রেমে শত ধিক্। পরের পানেতে চেয়ে আঁখি অনিমিখ। পর-করে দিয়ে প্রাণ সেই একমাত্র জ্ঞান। নীরবে পরের ভেবে মরণ-অধিক। এই তরু, এই ফুল, এই শশী, তারাকুল, এই নদী, এই গিরি, দূরে ডাকে পিক— সবি যেন তারি ছায়া ঘেরে চারি দিক। প্রেমে শত ধিক্। ১৩ মিশ্র সিন্ধু—আড়া। আপনারে ভুলে কেন পরেতে সুখের আশা? পরে তো বোঝে না পরে, কেবল অদৃষ্টে ভাস। যখন যা ওঠে প্রাণে মেটে তে কল্পনা-গানে; তবে চেয়ে পর-পানে কেন রে আপনে নাশ। আপনার ঘর কাছে, সেখানে সকলি আছে; কেন পথিকের পাছে, সার স্থখু যাওয়া আস।