পাতা:অক্ষয়কুমার বড়াল গ্রন্থাবলী.djvu/৪৯০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অক্ষয়কুমার বড়াল-গ্রন্থাবলী مgسb bro जांट्ॉम-शृ९ মুধু আঁখির পিপাস, হ’তে যদি আজি হায় আমার এ ভালবাসা। কত ফুল, কত ছবি, আধ শশী, নব রবি, কত গিরি, কত নদী মিটাত নয়ন-আশা। এ যে রে প্রাণের ভুল, অকাল মরণ-মূল। শূন্ত-পানে চেয়ে চেয়ে শূন্য প্রাণে—কাদা হাস। নহে আঁখির পিপাসা আমার এ ভালবাসা। సా পিলু—যৎ। রাজ-পথ দিয়ে ধীরে পথিক গেলো। মুখ-পানে চেয়ে তার, কার মুখ মনে এলে। মানুষ মানুষ-কাছে কি বাধনে বাধা আছে। সে আছে সবার পাছে, এ কি স্মৃতি, এ কি—খেলো। মোরে মুধু দূরে রাখি, সে আছে সবারে ঢাকি, যা দেখি তারেই দেখি, এ কি বেঁধt—মার। শেল। У о হাম্বির—কাওয়ালী। কোথা তুমি ধ্রুব-তারা। অকুল বিরহ-মাঝে আমি আজি লক্ষ্য-হারা। গরজে নিরাশা-ঝড়, অভিমান কড়-কড়, ডোবে ডোবে হৃদি-তরী, ঝর ঝর নিন্দ-ধারা। ( 'নব্যভারত, বৈশাখ ১২৯৭ )