পাতা:অক্ষয়কুমার বড়াল গ্রন্থাবলী.djvu/৫০৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চিত দেখে দেখে বুকে হাত দিয়ে, উ। আর সহ নাহি যায়। হৃদয়ের মাঝখানে যেন, কার। যেন কি যেন সাজায়। আগে হবে ভিতরে সাজান, তার পর সাজাবে বাহিরে? ভিতরে কি জ্বলিলে অনল, ভুবাবে বাহির গঙ্গা-নীরে? জগতে সবি কি শেখা? সকলি গিয়াছে তাতে নাহি তুখ, সকলি ত যাবে চলি। গেছে সুখ-আশা, গেছে ভালবাসা, ভেঙ্গেছে হৃদয়-কলি। সকলি ত যাবে চলি। পথিক পলায়, পদ-চিহ্ন কেন? তটিনী শুকালে রেখ। ঐ সে আমার গেছে, কেন তার স্মৃতি? ছিন্ন-পত্রে তার লেখt 1 জগতে সবি কি শেখ।? অকৃতজ্ঞ হাহা তুই প্রকৃতির স্থষ্টি-ছাড়া জীব। মেঘের ঘর্ষণে মেঘে তড়িৎ সঞ্চারে; অনল-ফুলিঙ্গ উঠে তুষারে তুষারে; শুষ্ক কণষ্ঠ ঘরষণে, জাল যায় দীপ।