পাতা:অক্ষয়কুমার বড়াল গ্রন্থাবলী.djvu/৫১৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

दिब्रहैरी কত কথা গর্ব্বে সহি, কত ব্যথা মর্ম্মে বহি, ধর্ম্ম তাহ জানে। দিন-রাত সহি-সহি, যেন বিষ-গর্ভ অহী হ’য়েছি পরাণে। পড়ে আছি কর্ম্ম-ক্ষেত্রে, জড় সম, শূন্ত নেত্রে সহিতে লাঞ্ছনা। শ্বসিতে নাহিক বল, নাহি দেহে অস্তস্তল, নাহিক চেতন। কিছু যেন নাহি খুজি, কিছু যেন নাহি বুঝি, নাহি সে শকতি, পদাঘাতে অস্ত্রাঘাতে ন পায় বেদনা তাতে এ জড় মূরতি। কে বুঝিবে এ তক্ষক, বহে প্রাণে কি নরক, তাই শির নত। দৃষ্টিতে পুড়াতে পারি, নিশ্বাসে উড়াতে পারি ধরা শত শত।