পাতা:অক্ষয়কুমার বড়াল গ্রন্থাবলী.djvu/৫২৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিবিধ: কবিতা ও গান ১২৫ কারে দৃষ্টি, কারে শ্বাস, কভু কারে স্পর্শ কি লবে না আপনা করি আর এ হৃদয়? পিরীতি, কল্পনা, আশা, স্থখ, ছখ, হর্ষ কি এ জীবনে পাবে না গে। কাহারে আঞ্জয়? এই পথ দিয়ে যাবে সারা বসন্তটি ধ’রে অফুট গোলাপ তুলি, বেছে বেছে ফেলে দেছি ছোট ছোট কাটা-গুলি; ছড়ায়ে রেখেছি পথে, এই পথ দিয়ে যাবে, যেতে যেতে একবার মৃত্যু হেসে পাশে চাবে। সেধেছি বঁাশীটি ল’য়ে কত-না যতন ক’রে, একটি মুখের স্বর সারাটি যৌবন ধ’রে; যখন সে যাবে আজ, শুনিবে কি বঁাশী বাজে। চাহিবে নিকুঞ্জ-দিকে, থমকি দাড়াবে লাজে। সারাটি জীবন ধ’রে জমায়েছি ভালবাসা, জমায়েছি রাশি রাশি কল্পনা, মত্ততা, অtশ; দেখাইব এত—তারে বুক দিয়ে ঢেকে রেখে। কোন আঁাখি এত তারা আকাশেতে নাহি দেখে। —ফুল ত দলিয়। গেল, চেয়ে ত গেল না, হায়? কত ফুল বৈশাখে ত মাটিতে শুকায়ে যায়। —গান ত শুনিয়া গেল, কই দাড়াল না ফিরে? কত পাখী কল-কল করে ত সমুদ্র-তীরে। —দেখে গেল রত্ন তোর, কই নিল উপহার? দূরে যা নিষ্ঠুর সত্য; ভাঙ্গিও না অর্থ আর। —সে ত গেল চ’লে, হায়, কুটীরে যা ধীরে ধীরে। এই পথ দিয়ে গেছে, এই পথে যাবে ফিরে।