পাতা:অক্ষয়কুমার বড়াল গ্রন্থাবলী.djvu/৬৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

যাস্, বায়ু, পায় পায়,

          শুইয়া পড়িস্ গায়,
      হৃদয়-কোরকে তার গানটীরে দিস্ রেখে;
          সে যেন মধুর ঘুমে—
          গানটীর ধীর চুমে
      স্বর্গের স্বপন সনে শৈশব-স্বপন দেখে!
           যেন রে প্রভাত হ'লে—
           ঘুম-টুকু গেল চলে',
     স্বপ্ন-টুকু গান-টুকু আর না ভুলিয়া যায়!
           ঘুমটী ভাঙ্গিয়া গেলে,
           কাল যেন কাছে এলে,
     বন-হরিণীর মত চমকিয়া না পলায়!
             বসন্ত-প্রভাতে
         এস লো রূপসী প্রেয়সী আমার!
         সে সুখ-বসন্ত আসিছে আবার!
         গাছে গাছে দেখ ফুটিতেছে ফুল,
         এস ফুল-মাঝে, সৌরভ আকুল!
          ফুলে ফুলে দেখ চুমিতেছে অলি,
         এস প্রেম-মধু, হৃদয়ে উছলি'!
          সে সুখ-বসন্ত আসিছে আবার,
          এস লো রূপসী প্রেয়সী আমার!
          ডালে ডালে দেখ ডাকিতেছে পাখী,
          এস লো মূর্চ্ছনা, সপ্ত-সুরে ডাকি!
          বহিছে তটিনী—বিমল-দু'কূলা,
          এস বন-ছায়া, আশ্রয়-আকুলা!