পাতা:অক্ষয়কুমার বড়াল গ্রন্থাবলী.djvu/৭৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ტy অক্ষয়কুমার বড়াল-এস্থাবলী যৌবনে পেয়েছি জরা, জীবস্তে হয়েছি মরা, ধরা যেন কারার মতন। কি বিষাদে—অবসাদে পড়েছি বিষম ফঁাদে, ভেঙ্গে দেয় কে এ দুঃস্বপন। যায়—যায় সাধের যৌবন। ভেঙ্গে দেয় কে এ হুঃস্বপন? এ কি রোগ, কোথা মূল? এ কি জন্মান্তর-ভুল। এ পাপের নাহি প্রশমন? শুষ্ক পত্র ঝটিকায়, স্রোতে কাষ্ঠখণ্ড-প্রায়, এ জীবন কেন বিড়ম্বন। কেন হ’য়ে লক্ষ্য-হারা, ছিন্ন-ধুমকেতু পারা, নিরুদেশে করি পর্য্যটন। ভেঙ্গে দেয় কে এ তুঃস্বপন? কোথা তুমি জীবন-জীবন। আত্মদ্রোহী আত্মঘাতী ডাকে—ভূমে জানু পাতি, কর তারে কৃপা বিতরণ | বল তারে বল এসে,— কোন পথে চলিবে সে, কি উদ্দেশ্য করিবে সাধন? অকারণে দেহ-ভার পারে না বহিতে আর— সহিতে এ অবস্থা-পীড়ন। কোথা তুমি জীবন-জীবন। কোথা তুমি জীবন-জীবন। দাও, দেব, কর্ম্মে শক্তি; দাও, দেব, লক্ষ্যে ভক্তি; দাও সুখ-দুঃখ-আবর্ত্তন। সাধি হে জীবের কর্ম্ম, পালি হে জীবের ধর্ম্ম, সহি নিত্য উত্থান-পতন। কর এই আশীর্ব্বাদ,— অবসাদে পেয়ে সাধ তব সাধ করি সমাপন। হে চিত্ত-বিহারী নারায়ণ।