পাতা:অক্ষয়কুমার বড়াল গ্রন্থাবলী.djvu/৭৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রদীপ: কোথা তুমি ●● ভক্তি বাচালতাময়, সুখ-শাস্তি স্বার্থে লয়, স্নেহ-প্রীতি মৃত-প্রায় অবিশ্বাস-ভারে। রহিলে স্বষ্টির দূরে এ স্বজন-লীলা চলিবে না আর। যা হবার গেছে হ’য়ে, থাক এবে স্থষ্টি ল'য়ে, জীব যথা আছে ল’য়ে জীবন তাহার। এস, এ জগৎ-মাঝে সুখ-দুঃখময় ক্ষুদ্র বাসনায়। নিত্য অনুমানি –মানি’ বুঝিতে পারে না প্রাণী, সুখ-দুঃখ-মোহাতীত চৈতন্য তোমায়। জগতের দুঃখ, নাথ, যত তুচ্ছ ভাব, তত তুচ্ছ নয়। কে জানে প্রলয়ে কবে এ বিশ্ব বিলীন হবে— সহিতেছি নিত্য ভবে সে দূর-প্রলয়। অসহ্য এ ভাগ্য, বিধি, সংহর—সংহর, হোক যার ক্রিয়া। প্রলয়ের ধ্বংস-স্তুপে গড়িতেছ নব রূপে— জুড়াও—জুড়াও, দেব, শত-ভাঙ্গ হিয়া! পারি না বহিতে আর দুঃখের পসর, সুপ্রসন্ন হও। জীবনে আশ্বাস দিয়া, মরণে বিশ্বাস দিয়া, যেমন গড়িয়াছিলে, পুনঃ গড়ে লও!