পাতা:আনবারশোহেলি.djvu/১৪৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

SNరి* আমবারশোহোল । ছিল সে একট। শুরুর শব্দ, সে এই কাননের চতুর্দ্দিগে তৃণাদি ভক্ষণ করিয়৷ কাল যাপন করে, তাহার কর্ম্ম কেবল খাওয়া আর শোওয়া । পশু-রাজ কহিলেন উহার শক্তি কি অনুমান হয়, দমনক উত্তর করিলেক, যে উহার শক্তি প্রকাশক কর্ম্ম আমি কিছুই দেখি নাই, আর তাহাকে দেখিয়া আমার শঙ্কা ও কিছু জন্মে নাই একারণ তাহাকে আহান ও লঘু তাও কিছু করি মাই । পশ্বাধিপতি কহিলেন, যে তাছাকে দর্বল বোধ করিয়। তাচ্ছল্য করা উচিত নহে, কেননা দেখ বলবান বায় কখন তৃণের উপর তাঘাত করে না, কিন্তু বড়হ বৃক্ষকে মূলের সহিত উৎপাটন করে অতএব মহৎ ব্যক্তির আপনি সম-যোগ্য ন পাইলে শক্তি ও প্রতাপ কখন প্রকাশ করেন না । চেষ্টা নাহি বরে বাজ চটক শিকারে । শাহিন মশক প্রতি থাব। ন বিস্তারে । পরন্তু দলনক কহিতে লাগিল, যে উহাকে গণ্য করিয়া শ্রেষ্ট জ্ঞান কর। আপনকার উচিত নহে, যে হেতুক আমি বুদ্ধি দ্বার। তাহার তাবৎ অবগত চুইয়াছি, অতএব যদি আপনকার অনুমতি হয়, তবে তাহাকে আপনকার নিকট অ্যানয়ন করিয়া মহারাজের অজিাকারী করিয়া দেই। পশু-রাজ এই কথায় হৃষ্টান্তকরণে অনুমতি করিলেন । পশ্চাৎ দমনক শগ্রীবকের নিকট গিয়। দৃঢ়ান্তঃকরণে কথোপ কথন করিতে লাগিল ।