পাতা:আনবারশোহেলি.djvu/১৪৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

To 8 o' আনবারশোহেলি । স্নেহ প্রকাশক বাক্য দ্বার। জিজ্ঞাসা করিতে লাগিলেন, যে তুমি এস্থানে কত দিন আলিয়াছ ? আর তোমার এখানে আসিবার কারণইবা কি P শষ্ট্ৰীবক আপন পূর্ব বৃত্তান্ত তাবৎ কহিলেক। পরে পশু-রাজ । কহিলেন, যে এস্থানে স্থিতি করিলে আমার অনুগ্রছ ও স্বেছ পাইতে পারিবে, কেননা স্বভাবতঃ তাবৎ প্রজাগণের উপরেই আমার অনুগ্রহ ও স্নেহ প্রকাশ আছে । আমার রাজেJতে বহু করিলে ভ্রমণ । মম নিন্দ করে নাছি পাবে হেন জন ।। প্রথম মানস মম এই সে জানিবে । সদা ভাবি কিলে প্রজা সুখেতে থাকিবে। পরে শষ্ট্ৰীবক প্রশংসা ও অtশীৰ্বাদ করতঃ স্বকীয়েচ্ছায় পশু-রাজের আজাকারী ছইল । পশ্বাধিপতি ও আত্মীয় ৰূপে প্রতি দিন তাহার অধিক সন্মান করিতে লাগিলেন, তম্মৈধ্যেই তাছার অবস্থা বুদ্ধি ও কর্ম্ম পরীক্ষা করিয়া দেখিলেন, যে এক জন খ্যাত বৌদ্ধ আর ভtহার চরিত্র পরীক্ষা করিয়া তাহাকে অতিশয় বিশ্বাসী জ্ঞান করিলেন । সুচরিত্র বুদ্ধি বড় দেখেন তাহার। . কথায় ওজন করে বুঝে ভারাভার। বিচার করিয়া বুঝে যেজন যেমন । তাছার সন্মান করে করিয়৷ তেমন ।