পাতা:আনবারশোহেলি.djvu/১৫১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>8R আনবারশোহেলি । শুন ওহে প্রাণ ভাই কি কহিব আর } আপনি করেছ কর্ম্ম উপায় কি তার । ন। বুঝে করিয়া কম কেন ভাবিতেছ । আপন পায়েতে তুমি কুঠার মেরেছ । দ্বন্দ ৰূপ ধুলি তুমি আপনি তুলেছ । আপনার চক্ষে তাহ নিক্ষেপ করেছ । তোমাকেও ঐ ৰূপ ঘটিলু যাহ। ঐ ফকীরকে ঘটিয়াছিল । দমনক কহিলেক যে সে কি প্রকার ? । ৮ গল্প । কর্কট কহিতে লাগিল, যে এক রাজা কোন এক ফকারকে বহু মূল্য এক বস্ত্র প্রদান করিয়াছিলেন, এক তস্কর তাছার সন্ধান পাইয়। তল্লোভী হইয়। কপট ভক্তি দ্বার 1 তাহার নিকট দাসত্ব স্বীকার করতঃ পরমার্থের পথ অবগত হইবার কারণ চেষ্ট। করিতে লাগিল, এই উপলক্ষে তাহার তাবৎ “ ভেদ জ্ঞ হইল এক দিবস রাত্রে উপযুক্ত সময় পাইয়। ঐ রাজ-দত্ত বস্ত্র"লইয়। প্রস্তান করিল। পর দিবস ফকীর সেই বস্ত্র ও দাস উভয়েরি অভাব দেখিয়া বোধ করিলেন যে বস্ত্র ঐ লইয়াছে । পরে তাহার, অনুেষপার্থে নগর মধ্যে গমন করিতেছিলেন ইতোমধ্যে পথে দেখিলেন যে দুই মৃগ পরল্পর যুদ্ধ করতঃ উভয়েরি মস্তক ক্ষত হইয়। রক্ত নিৰ্গত হইতেছে, সেই রণস্থলে ঐ দুই ব্যান্ত্রের ন্যায় প্রতাপান্বিত যোদ্ধার শরীর হইতে বিন্দুখ শোণিত পতন হইতে ছিল তৎ