পাতা:আনবারশোহেলি.djvu/১৭৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আনবারশোহেলি । > り> ন দেখেন তবে আপন মৃত্যুর চেষ্ট। আপনি করেন, আর যদ্যপি উপায় চেষ্টা করেন তবে এই দুই অবস্থ৷ হইতে অন্তর হয়েন না। প্রথমতঃ জয় হইলে পৃথিবী মধ্যে পুরুষত্ব ঘোষণা হয় । দ্বিতীয়তঃ উহার বিপরীত হইলে যত্ন করার আবশ্যক যদ্যপি যত্নেতে সিদ্ধ ন হয়, তাহীতে তাহার দোষ নাই । মন্দ আশে মন্দ চেষ্টা যদি করে দ্বেষ্ট । বুদ্ধিমান হও যদি কর প্রতি চেষ্ট। । যদ্যপি মানস সিদ্ধ হয় তবে ভাল । নতুবা তোমার দোষ লোকেতে এড়াল । পরে কর্কট পেড়িয়ার গল টিপিতে আরম্ভ করিল, cধfড়য়া বৃদ্ধ ও দুর্বল ছিল, একারণ ক্ষণেককাল টিপিতে. টিপিতেই অচেতন হইয়। পঞ্চস্তু প্রাপ্ত হইল । অনন্তর কর্কট ধেড়িয়ার স্কন্ধ হইতে নামিয়: পদব্রজে গমন করতঃ অবশিষ্ট মৎস্য দিগের নিকট উত্তরিয়া তাবৎ বৃত্তান্ত প্রকাশ করতঃ তাহাদিগের জীবনের প্রশংসা করিতে লাগিল তাছাতে তাহfরা আহলদিত হইয় ধেড়িয়ার মরণে আপনকার দিগের পুনজম্ম বোধ করি লেক । শক্র নাশ পরে যদি ক্ষণমাত্র বাচি । শতায় করিয়া জ্ঞান আনন্দেতে নাচি । শক্র বিনাশের প্রতি শক্রতা না ভাবি । ভূছিার বিচ্ছেদে কিন্তু বড় ভাল ভাবি ।