পাতা:আনবারশোহেলি.djvu/১৮০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আনবারশোহেলি । ১৭১ করিয়া শৃগালের কথানুসারে সেই সপের উপর; নিক্ষেপ করিল, যাহার। ঐ কাকের পশ্চাৎ২ অtসিয়। ছিল, তাহার। তৎক্ষণাৎ সপের মস্তক চূর্ণ করিয়। ফেলিল, তাছাতে কাকও আপদ হইতে মুক্ত হইল । কাকের নয়ন বারি দেখ নিবারিল । মধ্যে থাকি অনায়ালে শত্র বিনাশিল । r অনন্তর দমনক কহিলেক, যে এ দৃষ্টান্ত আমি এই নিমিত্ত আনিলাম, যে কৌশল দ্বার। যাহ নিৰ্বাহ হয় তাহা বল দ্বারা হয় না । পরে করকট কহিলেক, যে ঐ বলীবদ্ধের শক্তি ও বুদ্ধি ও প্রতাপ এবং বিবেচনা সমূর্ণ কপ আছে, কোন ব্যক্তি ছল দ্বার। তাহার মন্দ করণে সক্ষম হইবেক না, কেনন। তুমি তাছার, যে ছিদ্রানৃেষণ করিবে সে তাঁহাই কৌশল দ্বারা বদ্ধ করিবেক, আর আমি বোধ করি যে তুমি তাহার প্রতি যে বিপদ ঘাপ অন্ধকার, অপর্ণ করিবে সে তাছাই বুদ্ধি ৰূপ সূর্য দ্বারা বিনাশ করিবেক, তুমি কি ঐ শশকের ইতিহtল শ্রবণ কর নাই, যে সে উল্কামুখীকে. বদ্ধ করিতে বাস্থা করিয়া আপনি বদ্ধ হইয়াছিল। * দমনক কহিলেক যে সে কি প্রকার । ১৩ গল্প । কর্কট কহিতে লাগিল যে আমি শ্রবণ করিয়াছি, এক কেন্দুয়া ব্যাঘ্র আহারানৃেষণে ভ্রমণ করিতে ছিল, ইতোমধ্যে দেখিলেক যে একট। শশুৰ কতকগুল। জঞ্জালের উপর শয়ন করিয়া