পাতা:আনবারশোহেলি.djvu/১৮৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আনবারশোহেলি । ১৭৯ করিয়াছি, তাহাতে আপনকারও ভাল এবং জামরাও সৃস্থির থাকি, যদ্যপি তাহাতে আপনি কোন আপত্তি না করেন আর প্রত্যহ আমাদিগকে ত্যক্ত না করেন, তবে আমরা প্রত্যহ প্রাতঃ কালে আপনকার রন্ধনশালায় উপঢৌকন স্বৰূপ প্রেরণ করি এবং তাছাতে আমরা কোন ত্রুটি করিব না। ব্যায়ু তাহা স্বীকার করিলেন। পশুর প্রত্যহ কঠিনী পাত করিয়। যাহার নামে কঠিনী পাত হইত তাছাকেই উপঢৌকন স্বৰূপ তাছার নিকট পাঠাইত । এই প্রকারে কতক দিবস গত হইল। এক দিবল ঐ কঠিনী পাত এক শশকের নামে হইল, তাহাতে ঐ শশক বন্ধ দিগের নিকট কহিলেক যে যদ্যপি তোমার আমার কিছু সাহয্য কর, তবে আমি ঐ দৌরাত্ম্য কারকের দৌরাত্ম্য হইতে তোমাদিগকে মুক্ত করিতে পারি, তাহাতে তাহারা কহিলেক যে । ইহাতে ক্ষতি নাই। শশকের তথায়ু গমনে কিঞ্চিৎ বিলম্ব হওনে তাছার অtহারের সময় গত হইল তাহাতে ব্যাঘ্র ক্রোধানৃিত্ব হইয়। দন্ত কিড়িমিড়ী শব্দ করিতুেছিল, তৎকালে শশক মন্থর গমনে তাহার নিকট গমন করতঃ প্রণাম করিয়া দেখিলেক যে ব্যাঘ্র অতিশয় ক্ষুন্ধান্তঃকরণে জঠরানলে বায়ু :সংযোগ করিয়াছে, আর চাঞ্চল,গতি দ্বারা তাহার কোপাধির্য প্রকাশ পাইতেছে। -