পাতা:আনবারশোহেলি.djvu/১৯১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>ԵՀ আনবারশোহেলি । তবে তাহীকে আমি দেখাইতে পারি । এই কথ। শুনিয়া ব্যাঘ্র তাহাকে স্কন্ধে করিয়া কৃপ মধ্যে দৃষ্টি করতঃ জাপন ও শশকের মুভি জলমধ্যে দেখিল, তাহাতে বোধ করিল যে এই ব্যাঘ্র আমার উপঢৌকন স্বৰূপ যে শশক তাহাকে লইয়। স্কন্ধে করিয়া রাখিয়াছে। পরে শশককে পরিত্যাগ করতঃ লক্ষ এদ্বান পূর্বক কূপমধ্যে পতিত হইয়। দুই তিন ডুবের পরে পঞ্চস্থ প্রাপ্ত হইল, শশক নিরুদ্বেগে প্রত্যাগমন, পূর্বক পশুদিগের নিকট অ্যালিয়। তাবৎ, বৃত্তান্ত কহিলেক । এই শুভ সংবাদ পাইয়। তাহার। পরমেশ্বরের প্রশংসা করতঃ ঐ সুখ কাননে বিচরণাদি করিয়া এই শ্লোক পাঠ করিতে লাগিল । শত্রু বিনাশের পর শরবৎ পান। । সপ্ততি বৎসর পরমায়ুর সমান। এই দৃষ্টান্তানুসারে এই বোধ ছইল যে শক্র যদি বড় বলবান হয় এবং অসাবধান থাকে তবে তাছাকেও পরাজয় করা যায়। ৰুরকট কহিলেক যে বলদকে তুমি বিনাশ করিতে পারবে কিন্তু দেখ, যেন তাহাতে পশু-রাজের কোন দুঃখ ন হয়, অতএব কোন ছল দ্বার। তাছাকে নষ্ট করিতে হইবেক, যদি পশু-রাজের দুঃখ ব্যতিরের্কে কোন উপায় করিতে ন পার তবে ভtহাতে কদাচ প্রবৃত্ত হইও না, কেননা কোন বোদ্ধ। ব্যক্তি কখন আপন সুখের নিমিত্ত প্রভুর ক্ষতি করে