পাতা:আনবারশোহেলি.djvu/২১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

R অনিবারশোহেলি । রাজন,ভাজন সঙ্গে নামিল তথায় { মুক্ত হৈল সকলেতে সংসার চিন্তাষ্ণ। দেখি ঈশ্বরের সৃষ্টি চিন্ত করে তাই । এৰূপ করিতে সাধ্য মানবের নাই । বিধাত। পর্বতস্থ প্রস্তরোপরি স্বীয় শক্তিৰূপ লেখনী দ্বারা নানা চিত্র বিচিত্র করিয়াছেন এবং বিধিকত পর্বতস্থ প্রস্তর মধ্যে হইতে বৃক্ষ তৃণাদিীনান। বস্তুর উৎপত্তি দেখিয়া পরমেশ্বরের প্রশংসা করিতে লাগিলেন আর কখন২ ঐ সকল পুষেপর দল দেখিয়। এই কবিতা পাঠ করিতে লাগিলেন । কেবল বুল ২ নং হি করে গুণ গান। প্রত্যেক কাটার মুখ করয়ে বয়ান । দেখিয়। পফেপর শোভা করয়ে স্খ্যাতি । কেবল বুলং নহে কণ্টকের পাতি ! এবং কখনং ঐ চিত্র বিচিত্র স্থানে এই চিত্র দেখিতে ছিলেন । বায়ুকে করিয়া অশ্ব পুষপদল ফিরে । সেই বায়ু রুদ্ধ হয় জলের পিঞ্জরে । বায়ুর দ্বার জলের সঙ্কোচ দেখিয়। এই বোধ হইতেছে যে পরমেশ্বরের শক্তিৰপ লেখনী দ্বারা জলৰূপ পত্রেতে স্রোতঃ এই লিখিত পড়িতেছে তত্রস্থ তৃণাদি - সকল চিত্রিত জমররদ প্রস্তর বোধ হইতেছিল তাহাতে এই স্থানকে স্বৰ্গতুল্য জ্ঞান করি