পাতা:আনবারশোহেলি.djvu/২১৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আনবারশোহেলি ? ' ২৯৫ শুন ওহে দমনক করহ স্মরণ । t তুমি কি আমারে নাহি করছ মনন । অনেক দিবস হইল যে তুমি বন্ধ দিগের চক্ষুকে তোমার শরীরের উজ্জ্বলতা দ্বার উজ্জ্বল কর নাই, আর বন্ধ,দিগের কুটীরকে অনুগ্রহ ও সহবাল ৰূপ চারার কলিকা দ্বারা পুযেপাদান কর নাই । বহু দিন হল তুমি বন্ধ তার কথা । স্বকণেক না কর মনে এ কেমন কথা । দমনক কহিলেক যে যদ্যপি আপনকার সহিত স1ক্ষাৎ করণে আমি নিরাশ ছিলাম তথাপি সর্ব্বদা অন্তঃকরণে আপনকার শরীর চিস্ত করতঃ সহবাসী ছিলাম, আর সর্বদা আত্মীয়তা ও তোমার মঙ্গল প্রার্থন।কপ যে বীজ তাহ। আমি মন ৰূপ ভূমিতে রোপণ করিতেছি । গবাক্ষ করেছি মন ভব’দরশনে । , তোমার সহিত প্রেম করেছি গোপনে । আমি নিৰ্জ্জনে তোমার প্রশংসা এবং ঐশ্বয্য ও সৌভাগ্য প্রাগন ৰূপ জপেতে নিযুক্ত আছি এবং • থাকিব । শুঞ্জীবক কহিলেক নিৰ্জ্জনের কারণ কি ? দমনক কহিলেক যখন কোন ব্যক্তি পরাধীন থাকে তখন এক নিশ্বাসও নিভয়ে পরিত্যাগ করিতে পারে, ন। এবং সর্বদ। প্রাণে ভীত থাকে এবং ভয় ও ক্রন্দন ব্যতিরেকে এক কথাও কহিতে পারেন। অতএব সে