পাতা:আনবারশোহেলি.djvu/২১৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আনবারশোহেলি । ২০৯ এইক্ষণে আমার এই পরামর্শ যে ইহার উপায় তুমি শীঘু চৈষ্টা করিয়া কর্ম্মে প্রবৃত্ত হও কিন্তু কোন কৌশল দ্বার। এ ঘুর্ণ হইতে উত্তীর্ণ হওয়া যাইতে পারে, কিম্ব। কোন উত্তম কথা দ্বার। এ মৃত্যু স্থান হইতে মুক্ত হইতে পার। শস্ত্রীবক যখন দমনকের এই সকল বাক্য শ্রবণ করিলেক, তখন পশু-রাজের প্রতিজ্ঞ সকল মনে করিয়া কহিলেক হে দমনক ইহ। অসম্ভব যে পশুরাজ আমার সহিত অসৎ ব্যবহার করেন, কেননা আম৷ হইতে র্তাহার কোন ক্ষতি হয় নাই, আর আমার অচল প। সখ-সে, মাগ হইতে সচল হয় নাই, কিন্তু তোমার রাক্য ও মঙ্গলাকাঙিক্ষত্ত্ব অtfম যথার্থ বোধ করি, অতএব ইহা নিশ্চয় যে আমার উপর কএক মিথ্যা কথা রচনা করিয়া ছল দ্বার। কোন ব্যক্তি পশু-রাজকে কোপানৃিত করিয়াছে, আর ভtছার নিকট কতকগুলি मूंके লোক আছে তাহারা সকলেই ঠৰুের গুরু কপে প্রকাশ আছে তাছাদের নষ্টামি ও নির্ভরতা ইত্যাদি জামি বারম্বার পরীক্ষা করিয়াছিও দেখিয়াছি এ প্রযুক্ত তাহার ঠকামি দ্বার। অন্য দ্বিগের প্রতি যাহা কহে তাহ পশুরাজ গ্রাহ্য করেন, আর ইহা যথার্থ যে ঐ-দুষ্ট দিগের সহবাসের মধ্যেতে মঙ্গলাকাঙিক্ষ দিগের প্রতি সন্দেহ প্রকাশ হয়, আর ঐ মন্দ সন্দেহেতে যথাথ পথ আচ্ছাদিত থাকে 区