পাতা:আনবারশোহেলি.djvu/২৫০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

এখন নিকটে বহু উপস্থিত আছে। ” বিচ্ছেদ হইবে বলি হৃদয় কঁপিছে : হংসের উত্তর দিল যে জামাদিগেরও তোমার বিচ্ছেদ কালে হৃদয় বিদীর্ণ হইতেছে এবং বিরহ উত্তাপে বিক্লিষ্ট হইতেছি, কিন্তু জল কষ্টে অচিরাৎ আমাদিগের প্রাণ নাশ হুইবার সম্ভাবনা, সুতরাং নিরুপায়ে স্থান ও বন্ধ, পরিত্যাগ করিয়৷ বিদেশ গমনে ৰিচ্ছেদ যন্ত্রণ স্বীকার করিতেছি । । "নিৰুপায় বিনা বদ্ধ ত্যজ্য নাহি হয় । । স্বৰ্গ ত্যাগ কেবা করে আপন ইচ্ছায় । - কচ্ছপ কহিল হে বন্ধ, ইহা বিশেষ জ্ঞাত আছছ, যে জল কষ্টভ। আমার পক্ষে সমূর্ণ হানিশ জনক এবং জল ভিক্ষ আমার উপজীবিকার সম্ভাবন নাই; এক্ষণে পুরাতন প্রণয়ানুরোধে আমাকে বিচ্ছেদাগারে একাকী । পরিত্যাগ না করিয়া আপনাদিগের সমভিব্যাছারি: ৰুরহ। , তুমি মম প্রাণ তুল্য অন্তর-ছইৰে । প্রাণ গেলে দেহ তবে কেমনে থাকিবে হংসের কহিল হে প্রাণের বস্তু, জেমার বিচ্ছেদ যন্ত্রণ জামাদিগের স্থান ত্যাগ করণের দুঃশাপেক্ষ । অধিক এবং বিশেষ ক্লেশের প্রতিকারণ হইয়াছে, - অপিচ কোন স্থানে যদিও পরম সথে কালযাপন করি ত