পাতা:আনবারশোহেলি.djvu/২৫৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আনবারশোহেলি । २8१ করায় নদী পক্ষী সৈন্য সহিত সমকক্ষতা করণের ক্ষমতা আপনার প্রতি বিবেচনা না করুিয়৷ মাৰ্জ্জন৷ প্রাথমি পুরঃসর, টিটিভ শাবক গণকে পুনঃ প্রদান করিলেন, এই ইতিহাসের তাৎপর্য্য যে অত্যন্ত দুর্বল হইলেও কোন শক্রকে সীমান্য বিবেচনা করিবেক না, কারণ বুদ্ধির অনুবলে এমত উৎকট ব্যাপার উপস্থিত করে যtহাতে বিশেষ চেষ্টা করিলেও সদুপায় কর। যায় না এবং অগ্নির স্ফুলিঙ্গ যদিও বস্তু হইতে স্বল্প দৃষ্ট হয় কিন্তু তদসমিক্ষিত হইলেই সম্যক বস্তুকে দগ্ধ করে। আর বিজ্ঞ ব্যক্তির কছিয়াছেন যে সহস্র ব্যক্তির সাপক্ষত এক ব্যক্তির বিপক্ষতার তুল্য নহে । প্রণয়ের পক্ষে শত অল্প কুল ধfর । বিপক্ষ বিষয়ে এক অনেক বিচারি। - শঞ্জীবক কহিল, আমি আগে যুদ্ধ করিব ন যে হেতু দুনাম গ্রস্ত এবং অপবাদিত হইতে না হয়। কিন্তু ব্যাপ্ত অtযার প্রতি চেষ্টা করিলে সুতরাং অপেন জীবন ও শরীর রক্ষ। হেতু উপায় কর কর্ত্তব্য ছইবেক । দমনক কহিল, যৎকালে ব্যান্ত্রের নিকট গমন করিবে তাহাকে লঙ্গুলtফালন করিবে এবং তাছার চক্ষুদ্বয় হইতে অগ্নিকণা নির্গত হইতে দেখিব, তৎকালে অনুমান করিৰে যে তোমার হিংসার চেষ্টা করিতেছে । শঞ্জীৰক কহিল, যদি এমত অবস্থার কোন সূত্র দৃষ্ট হয় তবে অবশ্যই ব্যাস্তুের বিপক্ষ তার অবস্থ জানিতে