পাতা:আনবারশোহেলি.djvu/২৬২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আনবারশোহেলি ৫ - ২৫৩ ও অপহৃত হইয়। তৎসম্যক পাতক তোমার প্রতি । বর্ত্তিব্লেক । " b - কুবৃত্তি কুচিন্ত সদা যেই জন করে । মঙ্গলাস্য নাহি কভু নয়নেতে ছেরে। , য়ে জন অনিষ্ট বীজ করয়ে রোপণ । শুভফল কদাচিত না করে চয়ন । দমনক কছিল, আমি নিয়ত রাজার সদুপদেশক মন্ত্রী আছি তাছার অবস্থা উদ্যানে উপদেশাঙ্কর ভিন্ন রোপণ করি নাই । করকট কছিল যে বৃক্ষে উপস্থিত ব্যবহার ফল স্বৰূপ দৃষ্ট হইতেছে তাহ। মূলোৎপাটিত হওয়াই উচিত এবং যদুপদেশে এমত সারত্ব প্রদান অকথ্য ও অগ্রাহ্য হওয়াই কর্ত্তব্য, বিশেষ তোমার বাক্যে হীত প্রত্যাশা কি প্রকারে করা হইতে পারে, যেহেতু তদ্রুপ অfচরণ নাই, আর ব্যবহার বর্জিত বিদ্যা মধু ছীন শামুলের ন্যায় কিছুমাত্র অtস্বাদ প্রাপ্ত ছওয়া যায় না এবং কার্য বিহীন কথা শুষ্ক কাষ্ঠ তুল্য শুদ্ধ দগ্ধ করিতে প্রয়োজন হয় । . . যে বিদ্যায় ব্যবহার হয় বিবজিত । । .যথ মাত্র দেহ আছে জীবন রহিতু । বিদ্যা হয় বৃক্ষ তার ফল আচরণ । ফলের নিমিত্ত বৃক্ষ এই নিৰূপণ ।। ফল হীন বৃক্ষ সদা অগ্রাহ্য সে হয় । । পাচকের অগ্নি কার্যো সাহায্য করয় । ।