পাতা:আনবারশোহেলি.djvu/২৬৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আনবারশোহেলি । 家、○○ আবদ্ধ হয়েন না, আর রাজকীয় ব্যাপ্লার কপ ও লাবনের গৌরবের তুল্য যেমত কোন সুন্দরী রমণীর প্রতি বহু প্রেমিক জনাসক্ত হইলে তাহার সৌন্দর্ঘ্যের ল্পদ্ধ বৃদ্ধি হয় তদ্রুপ রাজার অধিক সেবকগণ কতৃক বেষ্টিত হইলে বিশেষ মজাদ ও সস্তুমের অতি শর্য্যত জন্মে, আর তুমি যে ব্যথ প্রত্যাশা করিয়াছ ইহাতে সমূর্ণ ব্যাঘাতের প্রতি সুন্দর প্রমাণ দীপ্তিমান রছিয়াছে, যথা বিজ্ঞ ব্যক্তিরা মুখতার চিহ্ন পঞ্চ প্রকার ব্যক্ত করিয়াছেন । প্রথম অন্যের অপকার করিয়। আত্ম উপকার চেষ্টা করা । দ্বিতীয় তপস্য। ব্যতীত পরকালে ফলানৃেষণ । তৃতীয় ক্র রত ও দুর্ব্ব৷ ক্যের দ্বার স্ত্রীলোকের সহিত প্রণয়াকাঙক্ষ । চতুর্থ শারিরীক সুখ ও অলসের সহিত বিদ্যোপার্জন । পঞ্চম, উপকার ধর্মের মুখাপেক্ষ আর বিশ্বস্ততা ব্যতীত মনুষ্যের বন্ধ,ত্ব প্রত্যাশা, অতএব আমি তোম। প্রতি অধিক স্নেহ প্রযুক্ত এ সকল কথা কছিলাম, তোমার দূরদৃষ্টের চিহ্ন যে হিংসা দ্বেষাদি তাছা আমার হিত বাকে স্থংস হুইবার নহে । কাহার অদৃষ্টে যদি মালীন্য জন্মায় । সে মল ধুইলে জলে কীভু নাহি যায়। তোমার সহিত আমার তদ্রুপ উপমা, যেমত এক ব্যক্তি সেই পক্ষীকে অনর্থক কষ্ট লইতে এবং নাস্তিক জনের পুতি ৱাক্য ব্যয় করিতে নিষেধ করিয়া