পাতা:আনবারশোহেলি.djvu/২৭১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সাক্ষ্যভার চিন্ত করিয়া বিচার স্থলে এই শঠতার চারা রোপণ করিয়াছি, অধুন। সর্ব কর্ম্ম তোমার অনুগ্রহের প্রতি আপেক্ষিত আছে. যদি তাছাতে সম্মতি করহ তবে সেই ধন প্রাপ্ত কুইয়৷ অৱশিষ্ট পরমায়ু তদুর সুখে কাল যাপন করিঙ্গেরি, পিত। কহিল এক্ষণে আমার কি কর্ত্তব্য, পূত্র কছিল সেই বৃক্ষের মধ্যস্থলে এমত বিকশিত গন্থর আছে কেঁদুই শরীর তন্মধ্যে লুক্কায়িত হইলেও দৃষ্ট হয় না, আদ্য রাত্রে তথায় গমন করতঃ বৃক্ষ মধ্যে বাস করিতে হয়, কল্য বিচার-পতি জাগমন পূর্বক প্রমাণানুসন্ধান করিলে রীতানুসারে সাক্ষ্য প্রদান করিবেন, পিত কহিল হে পুত্র চাতুরির মন্ত্রণ। ত্যাগ কর, কারণ কদাচিত কোন ব্যক্তিকে চাতুরি দ্বার। বিমোহিত করা যাইতে পারে, কিন্তু জগৎ তুষ্ট পরমেশ্বরকে বিমুগ্ধ করা যায় না । - তোমার মনস্থ সব জানেন গোঁসাঞি । তাহার সমীপে কিছু অবিদিত নাই । কদাচিত অন্যানেরে ভুলfইতে পার । সকলি জানেন তিনি উiহারে তুিকর । . অনেক প্রকার চাতুরি আছে যদাচরণে তৎকণ্ড" বিপদস্থ হইয়। অপমাম গ্রস্ত হয়, অতএব আমি ব্লাস করি পাছে সেই ভেকের চাতুরির ন্যায় তোমার চাতুরির ঘটনা হয়, পুত্র জিজ্ঞাসা করিল ভাস্থ* fক প্রকার। পিত। কছিল যে এক ভেক এক অস্থিত। t