পাতা:আনবারশোহেলি.djvu/২৭৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আনবারশোহেলি-1 , २७&ं ব্যান্ত্রের হস্ত হইতে উদ্ধার করিলে । সুবশেষে দেখিলাম তুমি ব্যাঘ্র ছিলে । এ উপমার তাৎপর্য্য এই শঠত কর্ম্মের পরিণামে দায়গ্রস্থ ও অপমানিত করে.r • ". প্রবঞ্চনারণ্যে নাহি করছ অৰুণ । ৰিপদ ফাদেতে পরে হইবে পতন। পুত্র কহিল হে পিত, বঙ্গ। সংক্ষেপ করছ, আর দৃশ্চিন্তা হইতে অবসর হও, কারণ ইহাতে দোষ স্বল্প লtভ অধিক, নিৰুপায় হইয়। বৃদ্ধ ধন লোভে এবং পুত্রের স্নেহ বশত যথার্থ ধর্ম্মশ্রয় হইতে চাতুরি কাণনে প্রবেশ করিল এবং মনুষ্যত্বাচরণ ও বিজ্ঞতার নিয়মের বৈপরিত্যে এমত শাস্ত্র বিরুদ্ধ অপকৃষ্ট কর্ম্মে প্রবৃত্তি করতঃ দুঃখিত চিত্তে ঐ অন্ধকার রাত্রে বৃক্ষ মধ্যে অবস্থিতি করিল, প্রাতে যৎকালে গ্রছরাজ নভোমণ্ডলেtপরি বিচারtলনাভিষিক্ত হইল এবং তমোময় নিশার অহিতা চরণ সৃষ্টি সমূহের প্রতি সুপ্রকাশ করিল, তৎকালে কাজী অর্থাৎ বিচার পতি আপন অমাতু গণ সহ বৃক্ষ মূল উপস্থিত হইলে এবং বহু জনগণ তদবলেশ্বকন হেতু শ্রেণী বদ্ধপূর্বক বৃক্ষের প্রতি সম্মুখ হইয়। বাদী প্রতিবাদী আপত্তি ও অস্বীকারের বিবরণ ব্যক্ত করণানন্তর অবস্থ। জিজ্ঞাসা করিবায় বৃক্ষ হইতে এক শব্দ নির্গত হইল,যে খোররেমদেল আপন অংশী তেজছোসের প্রতি প্রবঞ্চনা করিয়া সমুদয় অর্থ