পাতা:আনবারশোহেলি.djvu/৫৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

88 আনবারশোহেলি । একবার কৃপা করে তুলিয়াছ যারে । পুনর্বার দুঃখ ভূমে ফেল নাক তারে । দশম উপদেশ । কাছাকেও দুঃখ দিতে চেষ্টা করিও না, তাহ হইলে পরিবত্ত ৰূপ যে দুঃখ সে তোমাকে প্রাপ্ত হইবে না, ( পাপস্য ফলং পাপং ) পৃথিবীন্ত তাবৎ ব্যক্তির উপর অনুগ্রহ ৰূপ বারি বর্ষণ কর তবে মনোরথ কুসুম জগন্দ্রপোপ বনে বিকশিত হয় । শুভ কর্ম্মে শুভ ফল জানহ নিশ্চয় । অশুভ করিলে কর্ম্ম অতি মন্দ ছয় । শুভাশুভ কর্ম্ম অদ্য অtছছ অজ্ঞাত । এক দিন তাহা তুমি হইবে হে জ্ঞাত । একাদশ উপদেশ"। অনুপর্যক্ত কম্মে ইচ্ছুক হওয়া কর্ত্তব্য নহে কারণ অনেক লোক স্বধর্ম্ম ত্যাগ করিয়া পরধর্ম্মে প্রবৃত্ত হয়, কিন্তু তাহাও সমর্ণ ৰূপে করিতে সক্ষম না হইয়া আত্ম ধর্ম্ম হইতেও চ্যত হয় । কৰ কদরি নামে পক্ষী তাছার চলন ৮ বায়স করিতে শিক্ষা করিল যতন । মারিল শিখিতে সেই উত্তম চলন । লাভে মূলে হারাইল উভয় গমন ।