পাতা:আনবারশোহেলি.djvu/৫৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আনবারশোহেলি । 8તુ দ্বাদশ উপদেশ । আপন অবস্থাকে ধৈর্য্যৰূপ অলঙ্কারে শোভিত কর, কেননা সহ্য কারক ব্যক্তির অন্তঃকরণ নির্ম্মল থাকে । য তথ আছে অস্ত্র দেখ লৌছ ময় । সর্ব্বাপেক্ষ ধৈর্য্যৰূপ অস্ত্র শ্রেষ্ঠ হয়। তাছার কারণ এই জানছ নিশ্চয়। শত সৈন্য মধ্যে জয়ী ধৈর্য্যশালী হয় । ত্রয়োদশ উপদেশ । প্রভু ভক্ত অমাত্যগণ ও প্রত্যয়ি ব্যক্তি দিগকে হস্তগত করিয়া বিশ্বাস-ঘাতক ও নষ্ট কারক ব্যক্তি দিগহইতে অন্তর হয় ও রাজধানীর অমাত্যগণ প্রভু ভক্তের প্রশংসাতে যদি প্রশংসনীয় হয় তবে রাজ্যের গোপনীয় কোন বিষয় প্রকাশকে পায় না এবং প্রজাগণেরাও কোন ক্লেশযুত হয়না, আর যদ্যপি ইহারদিগের অবস্থাৰূপ যে মুখ সে যদি ক্ষভিরূপ উল্কী দ্বারা মলিন হয় এবং উহারদিগের বাক্য রাজসমীপে যদি গ্রাহ্য হয় তবে নিরপরাধিকে নষ্ট করিতে যোগ্য হয় আর আপনার মানসের যে ফল তাহ অতি শীঘ্র সফল করে । ভূপতির ভূত্য যদি প্রভুভক্ত হয় । তাহাতে রাজ্যের শোভা হয় অতিশয়। এর। যদি চেষ্টা করে ক্ষতি করিবারে । মেদিনী করয়ে নষ্ট দেখ একেবারে ।