পাতা:আনবারশোহেলি.djvu/৬০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আনবারশোহেলি । ৫১ নিতান্ত অস্তরে আমি ভাবিয়। তাছায় । অনন্ত হয়েছি আমি মহীর মায়tয় । উহরদিগের ঐক্য দেখিয়। কাল ছিংস করতঃ শক্রতা চরণ করিতে প্রবৃত্ত হইলেন । সময়ের ইহা বিন। নাহি অন্য কর্ম্ম । মৈত্রত করয়ে ভঙ্গ এই তার ধর্ম্ম।। পরে এক দিবস বাজেন্দ নামক কপোত দেশ ভ্রমণ ইচ্ছা করিয়। আপন বন্ধ নওয়াজেন্দাকে কহিলেক যে আমরা এক স্থানে আর কত দিন বাস করিব অতএব আমার ইচ্ছ: হয় যে দুই তিন দিবস স্থানান্তরে ভ্রমণ করি ( পৃথিব্যাং ভ্রমণং কুরু) এই বিদ্যানুসারে আমি কর্ম্ম করিব যেহেতু ভুমণে অনেক২ আশ্চর্য্য দৃষ্টি ও নুনি বিষয়ের পরীক্ষা হয়, আর বিজ্ঞেরা কহিয়াছেন ( প্রবাসে জর সাধনে। ভবতি ) অস্ত্র যে পর্যন্ত আচ্ছাদনচু্যত না হয় সে পর্যন্ত রণস্থলে প্রশংসানৃিত 玄可。政t 1 so প্রবাস সহায় হয় জ্ঞানী পুরুষের । আল্পদ হয়েছে সেই মানী মানবের । ধনের অণকার, সেই জানহ নিশ্চয় । গুণের যথার্থ গুরু দেথ সেই হয় । বৃক্ষের থাকিত যদি শক্তি চলিবার । তবে নাহি সহিত সে অস্ত্রের প্রহর । পরন্তু নওয়াজেন্দ। কহিলেক হে বন্ধে। ভ্রমণের ক্লেশ