পাতা:আনবারশোহেলি.djvu/৬৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

&8 আনবারশোহেলি । এবং এই প্রার্থনা করি যে তুমি ভ্রমণের বার্ত্ত আর আমাকে শ্রবণ করাইও না কেননা ভ্রমণের দুঃখস্বৰূপ যে অগ্নি সে ব্যক্তি দিগকে পরিপকৃ করে । ছায়। নিবাসি অপরিপকু ব্যক্তি অশোকপ তুরঙ্গকে সন্তোষের প্রাস্তরে ধাবমান করাইতে শক্ত হয় ন, বিস্তর ভ্রমণ নাহি করে য়েই জন । সেই নর পরিপকু না হয় কথন । অনন্তর নওরাজেন্দ কহিলেক হে বন্ধ, এইক্ষণে যে তুমি পুরাতন বন্ধ দিগের সঙ্গ ত্যাগ করিয়। নূতন বন্ধ ত্ব করণেচ্ছুক হইতেছ তাহা করিতে শক্ত হইবে বটে কিন্তু বিজ্ঞদিগের বাক্যের ভাব এই । নূতন বন্ধ,র আশে পুরাতন বন্ধ । নাহি কর ত্যাগ তুমি শুন গুণসিদ্ধ । তাহার কারণ বলি শুন দিয়া,মন । . নুতন বন্ধুত্ব কর্ভু ভtল নাহি ছন । এই সকল বিজ্ঞদিগের বচন যদি তুমি ত্যাগ করিতে শক্ত হও তবে আমার কথা ত্যাগ কর; তোমার কোন অtশ্চর্য্য কর্ম্ম। সুবন্ধ, বচন যে বা না করে শ্রবণ । শক্র হস্ত গত সদা হয় সেই জন । অনন্তর কথোপকথনে নিবৃত্ত হইয়। পরল্পর বিদায় হইলেন, পরে বাজেন্দ। বন্ধ, সঙ্গ ত্যাগ করিয়। উড়ডীয়মান হষ্ট লেক ।