পাতা:আনবারশোহেলি.djvu/৬৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আনবারশোহেলি । ○(。 বাজেন্দ উড়িল দেখ হয়ে সেই ৰূপ । পিঞ্জর হইতে পাখি উড়ে যেই ৰূপ । অপিচ বাজেন্দ। অত্যন্ত ভ্রমণেচ্ছুক হইয়া বায়ুপথে । গমন করিয়। বৃহৎ২ পৰ্বত ও স্বর্ণের ন্যায় উদ্যান সকল দশন করিতে ২ অকস্মাৎ এক শৈল দশন করিলেক । ঐ গিরি এতাদৃশ উচ্চ ছিল যে তাছার চূড়। সকল সূর্য্যমণ্ডল স্লশ করিত ও পৃথিবীকে আপন নিকট আপরের ন্যায় অর্থাৎ অতি ক্ষুদ্র বোধ করিত পরে মিলু নামক স্বর্গের উদ্যানের ন্যায় আর এক প্রান্তর দশন করিলেক ঐ প্রান্তরের উত্তর দিকস্থ মে বায়ু সে তাতার নগরের মৃগনা ভির সৌগন্ধ হইতে অধিক সুঘ্রাণ যুক্ত । o লঙ্কং পুস্প তাহে আছে প্রস্ফুটিত । জাগ্রত আছয়ে তৃণ বারি সুনিদ্রিত। নানা রঙ্গ পঞ্চপ সেই অতি মনোহর । তাহার সৌগন্ধ যায় দূর দূরান্তর , - অনন্তর ঐ মনোহর স্থান বাজেন্দার অতিশয় মনেনীত হইল এবং দিবাবসান প্রযুক্ত শান্তি নিবৃত্তিকারণ ঐ স্থানে স্থিতি করিলেক, পরে ভূমণ জন্য ক্লান্তি শান্তি ন হইতে দৈবুৎি বায়ু শয্যাকারক স্বৰূপ হইয় গগ ণোপরি মেঘ ৰূপ চন্দ্রাতপ বিস্তার করিলেক এবং পথিবীস্থ ব্যক্তির। ঐ মেঘের ভয়ানক গৰ্জ্জন শ্রবণে ও হৃদয় দাহক বিদ্যুৎ দৃষ্টি করণে প্রলয়কালের ন্যায়