পাতা:আনবারশোহেলি.djvu/৭০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আনবারশোহেলি । ৬১ যদ্যপি থাকিত এই রজজু মোর হাতে । তবে না যে তাম আমি ইহাদের সীতে । অপিচ বাজেন্দ। ধড়ফড় করিতে লাগিল, এবং অনেক কষ্টে উদ্যোগ চেষ্টা করিল, আর উহার অtশ। ৰূপ রজু। বড় শক্ত ছিল, এবং ফঁাদের দড়ি অতিশয় পুরাতন একারণ শীঘ্র ছিন্ন হইল, তাহাতে বাজেন্দ। ঐ ফান্দ হইতে মুক্ত হইয়। অনায়াসে হৃষ্টান্তঃকরণে উড়ডীয় মান হইয়া আত্ম দেশাভিমুখগামী হইল, আর এই দৃঢ় বন্ধন হইতে যে মুক্ত হইয়াছিল'একারণ আহলাদে তাহার ক্ষুধার চিন্তা দূরে গেল, পরে উড়িতেই বসতি রহিত এক গ্রামে উপস্থিত হইয়া ক্ষেত্র সমীপস্থিত এক প্রাচীরে বসিল, তৎকালে এক কৃষকতনয় ঐ মাঠের প্রহরিত কর্ম্মে নিযুক্ত ছিল যখন তাহার দৃষ্টি ঐ পায়রার প্রতি পড়িল, তখন ঐ কপোতের মাংস দ্বারা কাবাৰ করিতে বড় ইচ্ছুক হইয়। ধনুকে বঁrটুল যোগ করিলেক, কিন্তু ঐ কপোত তৎকালীন ঐ ক্ষেত্র ও মাঠের চতুর্দ্দিগ দৃষ্টি.করত অন্য মনস্ক ছিল, পরে হঠাৎ ঐ বাটুলের আঘাত তাহার ডানায় লাগিয়৷ অতিশয় ভয়ু যুক্ত হইয়া ঐ প্রাচীরের নিম্নস্থ কুপের মধ্যে অধোমুখ হইয়। পতিত হইল । ঐ কূপ এতাদৃশ গভীর ছিল যে তাহার নীচে হইতে আকাশকে চক্রের ন্যায় বোধ হইভ, আর দিব। রাত্রি ব্যাপিয়৷ ঐ কূপ মধ্যে গমন করিলেও তাহার সীম৷ হইত না ।