পাতা:আনবারশোহেলি.djvu/৭৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আনবারশোহেলি । ৬৫ না হয় তবে রাজ্যের অtশ্চর্য্য কর্ম্ম দশন ও মহৎ ব্যক্তির সাক্ষ ও হইতে নিরাশ হয়, দেখ বাজ পক্ষী আপন বাসায় বাস করে না, এ কারণ ভূপতি দিগের হস্তে তাহার স্থিতি হইয়াছে, আর দেখ পেচক পক্ষী বাস স্থান কখন ত্যাগ করেন। এ কারণ ভিত্তির পশ্চাৎ ভাগে তাছার স্থান হইয়াছে । শাহাবাজ মত তুমি করন্থ ভ্রমণ । পেচকের মত তুমি থাক কি কারণ । এক গুৰু আপন শিষ্যদিগকে এই পয়ার দ্বারা লোভ জন্মাইতে ছিলেন । ভ্রমণ করিলে নর মনোনিত হয়। মহত্ত্বত। দ্বারা চক্ষে পুত্তলিকা হয় । বারি হতে কোন বস্তু নাহিক উত্তম । এক স্থানে স্থিতি হলে সে হয় অধম । এক শিকারী বাজ চিলের শাবকের সহিত বৰ্দ্ধিত হইয়াছিল যদ্যপি লে ঐ চিলের বাসাতে থাকিত এবং ভূমণেচ্ছু হইয়। উড়ড়ীয়মান ন হইত তবে . কদাচ নৃপ্লতি তাহাকে প্রতিপালন করিতেন না, অনস্তর মন্ত্রী নিবেদন করিলেক যে ইহার বৃত্তান্ত কি প্রকার। পরে রায় দাবেশিলীম নৃপতি কহিলেন যে সমাচার পত্র দ্বার। আমি শ্রুত হইয়াছি যে কোন কালে বাজ নামক দুই পক্ষী পরল্পর প্রণয় করত এক WE