পাতা:আনবারশোহেলি.djvu/৮১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

4:2. আনবারশোহেলি । বধি সচ্ছন্দ ৰূপে ভোজন করি, ইহা শুনিয়া ঐ বুড়ির বিড়াল কছিলেক মাংস কি প্রকার বস্তু, আর ময়দার যে ৰুটী তাছারি বা অনস্বাদন কি প্রকার, আমি জীবনাবধি ঐ বুড়ির বাটীর ঝেtল ও মুষিকের মাংস ব্যতিরেকে অন্য কোন বস্তু ভক্ষণ করি নাই ও চক্ষুতেও দেখি নাই, এই কথ। শুনিয়া ঐ বিড়াল হাস্য করিয়া কহিলেক, যে এই জন্যে তোমাকে মাকড়সা হইতে ভিন্ন করা যায় না, আর তোমার যে আকার সে আমারদিগের জাতির বড় লজ্জাকর হয়, এবং তুমি যে এ আকার লইয়। ঘরের বাছির হইয়াছ তাছাতে আমি যথেষ্ট লজ্জ পাইতেছি। কর্ণ লেজ ছাড়া তব চিহ্ন আছে যত । আমি দেখিতেছি তা হ৷ মাকড়সার মত । আর যদ্যপি তুমি রাজ সভা দেখ, এবং ঐ সকল স্বাদু খাদ্য দ্রব্যের গন্ধ লোক, তবে মড়। যে জিয়ন্ত হয় তাছার অন্তরা জানিতে পার । মৃত সবে বন্ধর আঘাণ যদি লাগে । অtশ্চর্য্য নহেক ইছ৷ পচা অস্তি জাগে । অনন্তর ঐ বুড়ির মাজার বড় কাতর হইয়। কছিলেক যে হে ভাই, প্রতি বাসিত্ত্ব ও স্বজাতিত্ব তোমার সহিত আমার আছে, অতএব তুমি সেখানে যাওন কালীন যদ্যপি আমাকে সঙ্গে করিয়া লইয়। যাও, তবে