পাতা:আনবারশোহেলি.djvu/৮৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আনবারশোহেলি । আলেফও ইয়। কে ধনুক ও সর করিয়। কস্থিত । পরে যখন যুবাবস্থা প্রাপ্ত হইল, তখন তাহার পিত। তাহাকে কছিলেন, যে হে পুত্র আমার অন্তঃকরণ তোমার প্রতি আশক্ত আছে আর বাল্যাবস্থা ও যুবাবস্থাতে অনেক প্রভেদ এবং চাতুরিতা ও সাহস দ্বারা তোমার যৌবনাব স্থা প্রকাশ হইয়াছে অতএব আমার ইচ্ছ। যে তোমার শরীর কামের বসতাপন্ন না হইতে২ কোন এক স্ব জাতীয় কন্যার সহিত তোমার বিবাছ দেই, ইহাতে তোমার কি পরামর্শ, পরে ঐ পুত্র কহিলেক, যে আমি যাহাকে পুাথনা করি তাহাকে বিবাহ করিয়াছি, আর তাহার যে কাবিন অর্থাৎ পাওনা, তাছাও আমি গচ্ছিত . রাখিয়াছি, আপনকাকে এ বিষয়ে কিঞ্চিৎ ক্লেশও দিব না, অনন্তর পিতা কহিলেন যে আমি তোমার অবস্থা সকল জ্ঞাত আছি, অতএব তুমি কোথা হইতে বিবাহের আশবাব অর্থাৎ দ্রব্যাদি প্রস্তুত করিয়াছ আর যে কন্যাকে বিবাহ করিয়াছ, তিনিই বা কোথায় ইহ। শ্রবণ করিয়া ঐ পুত্র গৃহ মধ্যে গমন করত সমশের অর্থাৎ অলি বাহির করিয়া কহিলেক, যে হে পিত রাজ্য ৰূপ যে কন্য। তাহাতে আমি বিবাহ করিব । - ভাগ্যের সহিত দ্বন্দু নাছিক কাহার। রাজ্য ৰূপ কন্যার কাবিন তলবার।