পাতা:আনবারশোহেলি.djvu/৮৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আনবারশোহেলি । אר তাহাকে শিকার করিতে ইচ্ছুক হইল পরে একবারে তাহার উপর পতিত হইয়। তন্মাংস দ্বার। উদর બુર્જ করি ল । আপাদ মস্তক তব মোর মনোনিত । ঈশ্বর করিল সৃষ্টি করে মম হিত । পরন্তু বাজশাবক স্বয়ং অনুমান করিলেক যে ভ্রমণের লভ্য ইহাতেই উত্তম ৰূপে জ্ঞাত হওয়াগেল কেনন। ঐ সকল মন্দ খাদ্য হইতে আমি শীঘ্র মুক্ত ছইয়। অন্তঃকরণের বাঞ্ছনীয় যে খাদ্য তাহা আমি প্রাপ্ত হইলাম আর ঐ ক্ষুদ্র ও অন্ধকার বাসস্থান এবং অধীন সহবাসীর নিকট হইতে মুক্ত হইয়। উচ্চপদ ও সাধীনতা পাইলাম । প্রথম ভ্রমণে গুৰু যাহা দিল আনি । বড় হইবার চিহ্ন করি ইছা মানি । ইহার পর দৈব কি২ অtশচর্য বস্তু প্রকাশ হইবে তাহ। আমি জানিতে পারি না অপিচ ঐ বেগ গামী বাজশাবক কয়েক দিবস স্বচ্ছন্দৰূপে ভ্রমণ করত অত্যানন্দে তৈহু ও কবক দিগকে শীকার করিতে ছিল পরে এক দিবস কোন এক পাছাড়ের উপর বসিয়। দেখিলেক যে কতগুলি অশ্বারোহী সৈন্য শীকারোদ্যত হইয়; তউর পক্ষীদিগকে শীকারের কারণ কতকগুলি শিকারী পক্ষীকে ছাড়িয়া দিয়াছে।