পাতা:ইন্দিরা-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৫২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

§b- हैमिब्रों স্বভাষিণী রমণ বাবুকে ডাকাইল। তার সঙ্গে যে কথাবার্ত্ত হইল, তাঁহা আমাকে আসিয়া বলিল। বলিল, “র-বাৰু যাহা পারেন, তাহা এই –তিনি এখন মোকদ্দমার কাগজপত্র দেখিবেন ন—একটা ওজর করিয়া রাখিবেন । কাগজ দেখিবার জন্য সন্ধ্যার পর সময় অবধারণ করিবেন। সন্ধ্যার পর তোমার স্বামী আসিলে, কাগজপত্র দেখিবেন। কাগজপত্র দেখিতে দেখিতে একটু রাত্র করিবেন। রাত্র হইলে আহারের জন্ত অনুরোধ করিবেন। কিন্তু তার পর তোমার বিদ্যায় যা থাকে, তা করিও । রাত্রে থাকিতে আমরা * ক্লি বলিয়া অনুরোধ করিব ?” আমি বলিলাম, “সে অনুরোধ তোমাদের করিতে হইবে না। আমিই করিব। আমার আমুরোধ যাহাতে শুনেন তাহা করিয়া রাখিয়াছি। ছুই একটা চাহনি ছুড়িয়া মারিয়াছিলাম, তিনি তাহা ফিরাইয়া দিয়াছেন। লোক ভাল নহেন। এখন আমার অনুরোধ তাহার কাছে পাঠাই কি প্রকারে ? একছত্র লিখিয়া দিব। সেই কাগজটুকু কেহ তার কাছে দিয়ে এলেই হয়।” স্বভা । কোন চাকরের হাতে পাঠাও না ? আমি। যদি জন্ম-জন্মান্তরেও স্বামী না পাই, তবুও পুরুষ মানুষকে এ কথা বলিতে পারি না। - সুভা। তা বটে। কোন কি ? " আমি । ঝি বিশ্বাসী কে ? একটা গোলমাল বাধাইবে, তখন সব খোওয়াব । সুভা। হারাণী বিশ্বাসী। *。 আমি। হারাণীকে বলিয়াছিলাম। বিশ্বাসী বলিয়া সে নারাজ। তবে তোমার একটু ইঙ্গিত পাইলে সে বাইতে পারে। কিন্তু তোমায় এমন ইঙ্গিত করিতে কি প্রকারে বলিতে পারি ? মরি, ত আমি একাই মরিব —পোড়া চোখে আবার জল আসিল । সুভা। হারাণী আমার কথা কি বলিয়াছে ? আমি । তুমি যদি বারণ না কর, তবে সে যাইতে পারে। স্বভাষিণী অনেকক্ষণ ভাবিল। বন্সিল, “সন্ধ্যার পর তাকে এই কথার জন্ম আসিতে বলিও ”