পাতা:গীতরত্ন গ্রন্থঃ (১৮৭০)- রামনিধি গুপ্ত.djvu/১৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
[ ৷৷৵৹ ]

 ব্রহ্মসমাজের পুর্ব্ব উপাচার্য্য ৺উৎসরানন্দ বিদ্যাবাগীশ মহোদয় এক দিবস রামনিধি বাবুকে আদেশ করিলেন মহাশয় একটী ব্রহ্ম সংগীত রচনা করিয়া শ্রবণ করাইতে হইবে সেই অনুরোধে বাবু তৎক্ষণাৎ কিঞ্চিৎ মৌন থাকিয়া এই গীত রচনা করিয়া শুনাইলেন, যথা।

রাগ বেহাগ। তাল আডা।

 পরম ব্রহ্ম তৎপরাৎপর পরমেশ্বর।
নিরঞ্জন নিরাময়, নির্ব্বিশেষ সদাশ্রয়,
আপনা আপনি হেতু বিভু বিশ্বধর॥
সমুদয় পঞ্চ কোষ জ্ঞানাজ্ঞান যথা বাস
প্রপঞ্চ ভূতাধিকার।
অন্নময় প্রাণময়, মানস বিজ্ঞানময়,
শেষেতে আনন্দময় প্রাপ্ত সিদ্ধ নর॥ ১॥

 বিদ্যাবাগীশ মহোদয় এই গীত শ্রবণ করিয়া অত্যন্ত সন্তুষ্ট হইলেন এবং কহিলেন বাবু তুমি সাধু তোমার অসাধারণ ক্ষমতা দৃষ্ট্রে আমরা চমৎকৃত হইয়াছি, কারণ এপ্রকার গীত পুর্ব্বে কখন রচনা করেন নাই, তাহাতে হঠাৎ এমন রছনা শুনা যায় নাই, যাহাহউক, এই গীত দেওয়ানজীকে অর্থাৎ, রামমোহন রায় মহাশয়কে দেখাইয়া ব্রহ্মসমাজে গান করাইব, এই কথা বার্ত্তার পর কোন বিশেষ রোগাক্রান্ত হইয়া এতন্মায়াময় সংসার পরিহার করত ব্রহ্মলোকে যাত্রা করিলেন একারণ হইতেছে এ গীত সমাজের গীতে ভুক্ত হয় নাই অপ্রকাশ রহিয়াছে।