পাতা:গীতরত্ন গ্রন্থঃ (১৮৭০)- রামনিধি গুপ্ত.djvu/১৪৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
[ ১২২ ]

পরজ । তাল জলদ তেতাল । অামারে কিছু বল না সই মন মোর তার বশ হলো । লোক লাজ কুল ভন্ন কোথায় রহিল । পিরীতি স্কুগের নিধি, অমুকুলে দিলে বিধি, যে যতনে যায় প্রাণ লেহ বরং ভাল । ১ } কেন লো প্রাণ নয়নে অরুণ উদয়। তপন সবারে দহে ন! দহে কমলে, তব অথি রবি হৃদি কমলে জ্বলtষ । তব কেশ ঘন ঘন, শীতল করিত মন, এখন তনয় । আজু ফণিময হেবি কাতর পরাণ, নিকট না হতে পারি দংশে পাছে ভয় । ১ । দেখিবে আপন মত অপেন জনে । ( প্ৰtণ } না বুঝিলে তব মত মতাধীন হবে কেনে। দৈবের ঘটনা যাহা, বল কে গণ্ডিৰে তাহা, কমলে কণ্টক আছে মধুকর তাকি মানে। ১ । দেখিতে দেখিতে কোথা লুকাইল ওলো সখী । জাখি পালটিতে পুনঃ তারে আর নাহি দেখি । ক্ষণে দরশনে জাখি, কদাচিত নহে সুখী, তৃষা অতিশয় হয় মনে বুঝে দেখ দেখি ॥ ১ । দেখিত্তে দেখিতে তেীরে অনিমিথ হয় আখি । বুঝাতে না পারি দেখ হই আমি কত সুখী |